মোমেন খান | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ :
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু বলেছেন, সন্তানদের মানুষ করতে হলে তাদের সুশিক্ষা দিতে হবে । সঠিক শিক্ষা ছাড়া কোন জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এই কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দিয়ে উন্নত দেশের সারিতে দাঁড় করাবে।
তিনি ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে কথাকলি কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আকরামুল হাসান মিন্টু বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় বেশি বেশি অনুপ্রাণিত করতে হবে। শরীর গঠনের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। তিনি মায়েদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের লেখাপড়ার জন্য অভিভাবকদের ভূমিকা অনেক। যে সকল শিক্ষার্থী স্কুলে আসতে চায় না, তাদেরকে স্কুলমুখী করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলমগীর জাহান, সাবেক ইউপি সদস্য আবদুল জলিল মোল্লা, ফরিদ সরকার, শওকত আলী, শাহানাজ ইসলাম প্রমুখ।