নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে ৮দিনব্যাপী অমর একুশে বইমেলা-২০২০ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় তিনি লেখক গবেষক প্রফেসর কালাম মাহমুদ এর " স্বাধীন বাংলাদেশঃ অভ্যুত্থানের ইতিহাস ও কবি মহসিন খন্দকার এর " আকাশ ছোঁয়া শেখ মুজিব " বই দুটির মোড়ক উম্মোচন করেন।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরুল কায়েস এর সভাপতিত্বে পলাশ তলায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন প্রমুখ।
প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইন বইকে অকৃত্রিম বন্ধু ও মনের জানালা উন্মোচনের চাবি হিসেবে অভিহিত করে বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ, সামাজিক ব্যাধি রোধ এবং পাঠক ও লেখক এর মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক বিপ্লবের সূচনার ক্ষেত্রে বইমেলার কোন বিকল্প নেই। এ মেলায় প্রায় অর্ধশত স্টল প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে