মো: নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
২২ ফেব্রুয়ারি ২০২০: নরসিংদীতে মাধবদী থানা ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ই ফেব্রুয়ারি সন্ধ্যায় মাধবদী থানা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মাসুদ রানা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন এর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ'র চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এস.এম সেলিম সিকু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল আহম্মেদ শাওন।
আরো বক্তব্য রাখেন,নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি,মাধবদী শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস,এম হাফিজুর রহমান সৈকত,মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মামুন জন সহ মাধবদী থানা ও শহর ছাত্রলীগের নেতৃবৃন্দ।