নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০ :
আজ ২৫ ফেব্রুয়ারি। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ১১ বছর। ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর ( বর্তমানে বিজিবি) সদর দফতরে কিছু বিপদগামী জোয়ানের হাতে এক নৃশংস হতাকাণ্ডের ঘটনা ঘটে।
এই হত্যাকাণ্ডে প্রাণ হারায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জন। পরে একই বছরে ২৮ ফেব্রুয়ারি পুলিশ বাদি হয়ে লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে। শেষে মামলাটি নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা হিসেবে দীর্ঘ বিচার ও রায় শেষে চলতি বছরের ৮ জানুয়ারি পিলখানা হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। এ মামলায় ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ও আগামীকাল বুধবার পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিজিবি।