1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক খনন কাজের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৩ পাঠক

মোমেন খান | নরসিংদী প্রতিদিন – বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০: নরসিংদীর বেলাব উপজেলায় আড়াই হাজার আগের প্রত্নতাত্ত্বিক খনন ২০১৯-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৪ টায় খনন কাজের উদ্বোধন করেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) দমো. হান্নান মিয়া। খনন কাজটি পরিচালনা করছে প্রত্নতাত্ত্বিক গবেষনা কেন্দ্র ঐতিহ্য অন্বেষন। প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে বিভিন্ন ধাপে এ খনন কাজ চালিয়ে আসছে।

ঐহিত্য অন্বেষণ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সীমিত অনুদানে এবার খনন কাজটি শুরু হতে যাচ্ছে। উয়ারী-বটেশ্বর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। ইতোপূর্বেও প্রত্নতাত্ত্বিক খননে এখানে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ নগর, রাস্তা, পার্শ্ব রাস্তা, পোড়ামাটির প্রত্নবস্তু, স্বল্প মূল্যমানের পাথর ও কাচের পুঁতি, অনুপম স্থাপত্য (কুন্ডু), মুদ্রা ভান্ডারসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্র আবিস্কৃত হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। প্রত্নতাত্ত্বিক  খনন চলাকালে উয়ারী গ্রামে একটি উন্মুক্ত জাদুঘরে প্রদশর্নীর ব্যবস্থা থাকবে। 

ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নূহ উল আলম লেনিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব  বিভাগের চেয়ারম্যান ড. বুলবুল আহমেদ, একই বিভাগের অধ্যাপক ও ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক ড. সুফী মোস্তাফিজুর রহমান, বেলাব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. বেলাল আহমেদ,  আমলাব ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমদ। খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গবেষক ও লেখক হাবিবুল্লাহ পাঠান।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD