স্পোর্টস ডেস্ক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৬ ফেব্রুয়ারি ২০২০:
শরীর আর টানছিল না। কাঁধের চোটটা তার ক্যারিয়ারের সুন্দর সময়টাকেও যেন ভুলিয়ে দিতে বসেছিল। অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মারিয়া শারাপোভা। পাঁচবারের গ্র্যান্ডস্লামজয়ী রাশিয়ান এই টেনিস সুন্দরী ৩২ বছর বয়সে বলে দিলেন বিদায়।
টেনিস ক্যারিয়ারে তার উত্থানটা ছিল বিশ্বকে কাঁপিয়ে। শারাপোভা তখন ১৭ বছরের বালিকা। ২০০৪ সালের উইম্বলডন জিতে রীতিমত হইচই ফেলে দেন। তারপর ক্যারিয়ারে আরও চারবার গ্র্যান্ডস্লাম জিতেছেন। ২০১২ সালের ফরাসি ওপেন ছিল শেষবার।
বিদায়ের ব্যাপারে শারাপোভা বলেন, গত বছর ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসের কাছে ৬-১, ৬-১ সরাসরি সেটে হারের পরই বুঝে গিয়েছিলেন, শেষের পথে চলে এসেছেন। ওই বছর পরে আর খেলেননি। সবমিলিয়ে সে বছর কোর্টে নেমেছিলেন মাত্র দুইবার। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেও ক্রোয়াট ডোনা ভেকিচের কাছে সরাসরি সেটে হেরেছিলেন রুশ টেনিসের লাস্যময়ী এই তারকা।