খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৬ ফেব্রুয়ারি ২০২০:
মাধবদীর পাইকারচরে পারিবারিক কলহর জের ধরে নিজ পিতাকে কুপিয়ে নৃশংষভাবে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত আলাউদ্দিন এর ভাই জয়নাল আবেদিন বাদী হয়ে ঘাতক ইসরাফিল (১৯) এর বিরুদ্ধে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী প্রতিদিনকে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এনায়েত কবীর মামুন।
নিহতর স্বজনরা জানান, মাধবদীর পাইকারচর ইউনিয়নের পাইকারচর গ্রামের মৃত: নুরা মিয়ার ছেলে আলাউদ্দিন (৪২) তার ছেলে ইসরাফিলের সাথে সাংসারিক বিষয়ে নিয়ে কিছু দিন ধরে মনোমালিন্য ও কথা কাটাকাটি ঝগড়া চলছিলো। এই কলহর জের ধরে গত ২১ ফেব্রুয়ারি রাতে ইসরাফিল তার পিতা আলাউদ্দিনকে এলোপাথারী ভাবে মাথায় কোপাইয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে হত্যা করে পালিয়ে যায়। নিহত আলাউদ্দিন পেশায় একজন রিকশা চালক ছিলেন।
পরে রাতেই পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক দিদার হোসেন,মীর শিবলী কায়েস ফোর্স নিয়ে নিহতের বসত ঘর থেকে রক্তমাখা মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে ইসরাফিল পলাতক রয়েছে। ঘাতক ইসরাফিলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবী জানান নিহতর স্বজনরা।