মোমেন খান | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীর শিবপুরে সৃষ্টিগড় বাসস্ট্যান্ড বাজারের এলাহি বক্স মার্কেটের ৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট অথবা হার্ডওয়ার এর দোকানে মজুদ রাখা “ফার্নিচারে ব্যবহৃত স্প্রিরিট" এর ড্রাম বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন দোকান মালিকরা । মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় এই ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নরসিংদী, শিবপুর ও বেলাব ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দমকল বাহিনী ও স্থানীয়রা।
আগুনের পুড়ে যাওয়া এলাহি বক্স মার্কেটের মালিক জাহাঙ্গীর কবির মাসুদ জানান মার্কেটের ভাড়াটিয়া আতাউর রহমান (ডেকোরেটর দোকান), ইদ্রীস (হার্ডওয়ার দোকান) ও হাবিবুর রহমান বৈরাগী (ফার্নিচার দোকান) এর ব্যবসা প্রতিষ্ঠান সহ মার্কেটটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ঘর সহ তিনটি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
সরজমিনে গিয়ে জানা যায়, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে চলে যায়। রাত ৩ টার দিকে হঠাৎ করে হার্ডওয়ার এর দোকানে বিস্ফোরণেরর শব্দ শুনে আশপাশের সবাই এগিয়ে এসে দোকানে আগুন জ্বলতে দেখে নেভানো চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহামেদ ও যোশর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।