সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীর পলাশে আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর ২৭৩তম এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে পলাশের নতুন বাজার ওয়াপদা গেইট এলাকায় ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। আল-আরাফা ইসলামী ব্যাংক পলাশ আউটলেট শাখার এজেন্ট মোঃ ওয়াহিদ আকরামের সভাপতিত্বে এটির উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, পাঁচদোনার আল-আরাফা ইসলামী ব্যাংক এর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ শরীফ, ঘোড়াশাল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জুলহাস মিয়া, মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন প্রমুখ। শেষে ব্যাংকটির আউটলেট কার্যালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।