সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীর পলাশে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
আরও উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস, এম শফি, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।