মোমেন খান | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান , শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বর্ষীয়ান রাজনীতিবীদ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান ফটিক মাষ্টার ইন্তেকাল করেছেন। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের গোবিন্দপুর (মোহাম্মদপুর) গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।