সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার-২৮ ফেব্রুয়ারি ২০২০ :
স্বৈরশাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে শহিদ নূর হোসেনকে নিয়ে নরসিংদীর তরুণ লেখক ও গবেষক ইমরান আকন্দের লেখা " বিপ্লবী নূর হোসেন" গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকাররের তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ নূর হোসেনের বড় ভাই হাজী মো. আলী হোসেন, প্রখ্যাত গণসংগীত শিল্পী ফকির আলমগীর, কবি কাজী রোজী,
কবি ও ছড়াকার আসলাম সানী, রিদম প্রকাশনা সংস্থার স্বত্ত্বাধিকারী এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি গফুর হোসেন, শহিদ নূর হোসেনের বুকে – পিঠে লেখা (স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক) এর লেখক ইকরাম হোসেন, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইইই বিভাগের সিনিয়র লেকচারার ও এসিস্ট্যান্ট প্রক্টর মোকাররম হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সকলেই শহিদ নূর হোসেন ও গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে কম বেশি জানি কিন্তু বিস্তারিত জানতে হলে " বিপ্লবী নূর হোসেন " বইটি পড়তে হবে। এই বইটি গুরুত্বপূর্ণ সময়ের ঐতিহাসিক দলিল। এমন একটি কাজ করার জন্য লেখককে ধন্যবাদ জানাই।