সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার,২৮ ফেব্রুয়ারি ২০২০ :
ভারতে মুসলমানদের হত্যা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সম্প্রীতি বিনষ্ট, মসজিদে হামলা ও নির্যাতনের প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় মোদী বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মসজিদের মুসল্লিরা এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি খিলপাড়া জামে মসজিদের সামনে থেকে বের হয়ে পুবালী মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিল থেকে মোদী বিরোধী বিভিন্ন শ্লোগানে সড়ক পথ প্রকম্পিত হয়ে ওঠে।
মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, ভারতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে মুসলমানদের হত্যা, মসজিদ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপরাধে মোদী সরকারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সেই সঙ্গে ভারতের মুসলমানদের এই দুর্দিনে বিশ্বের সকল মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশা পাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীর আমন্ত্রণ প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকার প্রধানের প্রতি অনুরোধ জানান।