নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,২৮ ফেব্রুয়ারি ২০২০:
ইলেট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সেনাবাহিনী উপস্থিতি থাকবে। পোশাকেই থাকবে কিন্তু অস্ত্র থাকবে না। তারা টেকনিক্যাল সাপোর্ট দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।
রফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করব না। আমরা নির্বাচনের সব ধরনের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। আপনার ভোট আপনি কেন্দ্রে গেলেই দিতে পারবেন। কোনো ঝামেলা হবে না, এটুকু আশ্বস্ত আমরা করতে পারি।’
ভোট গ্রহণের তারিখ পেছাতে বিএনপির দাবি নাকচ করে তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কারণ, ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে, যা চলবে পুরো মাস। এরপর রোজা এবং ঈদুল-ফিতর রয়েছে। আমাদের কাছে অপশন যেটা ছিল, সেটা হলো পুরো বর্ষার মধ্যে নির্বাচন করার। আমরা কিন্তু কল্পনাও করতে পারি না, চট্টগ্রাম শহরে বর্ষার সময় নির্বাচন করার কথা। কারণ, আমাদের অভিজ্ঞতা, জলাবদ্ধতায় ডুবে থাকে অনেক রাস্তাঘাট। সে জন্য আমরা চিন্তাও করতে পারি না।’
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, অন্যান্য দেশের মতো সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কি-না, এটা নিয়ে ভাবছে কমিশন।