সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ :
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর সভার ৫ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলরদের উদ্যোগে পিঠা উৎসব জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ঘোড়াশাল পৌর কমিউনিটি সেন্টার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পলাশের স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম শফি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা দিলীপ, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম, কাউন্সিলর বিল্লাল হোসেন, আব্দুল বাতেন, কামরুল ইসলাম, শহীদুল ইসলাম রুমেল, সুরাইয়া বেগম প্রমুখ।
এই উৎসবে হরেক রকমের পিঠার পসরা সাজানো ছিল। পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, মেরা পিঠাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের মজাদার পিঠা ভোজনের মাধ্যমে উৎসবে মেতে উঠেন উপস্থিত সবাই।