বিনোদন ডেস্ক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ০১ মার্চ ২০২০:
ফেব্রুয়ারি মাসের লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে বিয়ের পিঁড়িতে বসলেন লাক্সতারকা মুমতাহিনা টয়া। তার বরও একজন অভিনেতা। নাম শাওন। নাটকে অভিনয়ের পাশাপাশি সমপ্রতি ‘কাঠবিড়ালি’ সিনেমাতেও শাওনকে দেখা গেছে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। স্বল্প সংখ্যক কাছের বন্ধু এবং আত্মীয়দের নিয়ে শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয় ঢাকার একটি মিলনায়তনে।
এর আগে বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনে টয়ার মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন সিয়াম ও তার স্ত্রী অবন্তি, সাফা কবির, শাওনের বন্ধু, টয়ার বন্ধু ও দুই পরিবারের সদস্যরা। টয়া এবং শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন। এরপরে তারা ২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নিতে যান।
সেখানে তাদের বন্ধুত্ব গাঢ় হয় এবং ধীরে ধীরে তারা একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবা শুরু করেন। এরপর ভালোবাসার বন্ধনে নিজেদের বাঁধলেন দুই তরুণ অভিনয় শিল্পী টয়া এবং শাওন। বিয়ের পরেই দেশের একটি রিসোর্টে অল্প পরিসরে মধুচন্দ্রিমা সেরে নিবেন বলে জানিয়েছেন এই দম্পতি।