মো: নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন -
রবিবার, ০১ মার্চ ২০২০: মুজিবশত বর্ষকে সামনে রেখে নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সপ্তম আসর শুরু হয়েছে। রবিবার (১ মার্চ) বিকাল পৌনে পাঁচটায় উদ্বোধনী ম্যাচে অংশ নেন পলাশ উপজেলা বনাম রায়পুরা উপজেলা। এ খেলায় জাতীয় দলের খেলোয়াড়সহ বিদেশী খেলোয়াড় নিয়ে গড়া দল দুটির মধ্যকার উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় এ খেলাটি দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। এতে রায়পুরা উপজেলাকে হারিয়ে জয় লাভ করেন পলাশ উপজেলা।
এর আগে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। এতে সভাপতির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
অগ্নীঝড়া মার্চের পহেলা দিন এই সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন আর সাত দিন পর ৭ মার্চ ও ১৭ মার্চ মুজিবশত দিবস। এই মার্চ মাস বাঙালীর আন্দোলনের মাস। দীর্ঘ সাত বছর পর নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি,নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব কামরুজ্জামান, নরসিংদী জেলা শাখা সেক্টর কমান্ডার ফোরাম-৭১ এর সভাপতি আলহাজ্ব মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান,বাংলাদেশ জাতীয় ফটবল দল এর সাবেক খেলোয়ার ইমতেয়াজ সুলতান জনি প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ভূইয়া।