সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ০১ মার্চ ২০২০ :
'বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নরসিংদীর পলাশে রবিবার (০১ মার্চ) ১ম জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সকল বীমা এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ র্যালিতে উপজেলায় কর্মরত সকল বীমা কোম্পানীর প্রতিনিধিরা অংশগ্রহণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ফারহানা আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর পলাশ জোনের জোনাল ম্যানেজার শাহাদাত হোসেন, (এ.জেট. আই) লোকনাথ চন্দ্র দাস, (বি.সি) ও পলাশ চক্রবর্তী প্রমুখ।