নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ০১ মার্চ ২০২০:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। ঐদিন (১৭ মার্চ) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন। তাকে অভ্যর্থনা দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বিষয়টি নিশ্চিত করে রবিবার (১ মার্চ) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ‘১৭ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা আসবেন। এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আছে। এরপরও হয়তো কোনো আপডেট আসতে পারে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত সিডিউলে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কারণ, জাতির পিতার জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ প্রধানমন্ত্রী থাকবেন টুঙ্গিপাড়ায়।’
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, অতিথি হিসেবে নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে।
তিনি আরও বলেন, ‘মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন। মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যক্তি মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।’
ভারতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন নাগরিক আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।’