রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ০১ মার্চ ২০২০: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলার ভোলা ইউনিয়নের স্বর্ণখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী মিয়া (১৬) ট্রাকচালক এবং চারিতাল্লুক এলাকার মজিবুর রহমানের ছেলে। তার সহকারী ইমন (১৭) একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
ভোলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে ছনপাড়া থেকে ভোলা যাওয়ার পথে গুতুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা ট্রাকের নিচ থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করতে রাজি হয়নি বলে জানায় পুলিশ।