সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ০২ মার্চ ২০২০ :
নরসিংদীর পলাশে জেলা তথ্য অফিসের আয়োজনে 'সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০২ মার্চ) সকালে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা তথ্য অফিসার নাজমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, উপজেলা একাডেমিক অফিসার নাছরিন আক্তার, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, পলাশ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্টু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় বর্তমান সরকারের অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহ জনগনকে আরো বেশি অবহিত করে উন্নত জাতি ও উন্নত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন। এসময় সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।