শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ০২ মার্চ ২০২০ :
'ভোটার হবো, ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেবে'এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সারা দেশের ন্যায় নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ সোমবার সকালে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শিবপুর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশগ্রহন করেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন জাহান লিজা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল,মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর প্রেস ক্লাবের সাংবাদিকগণ, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শিক্ষকগন প্রমুখ।