মৌলভীবাজার | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ শ্রমিক নিহত হয়েছেন। তারা মৌলভীবাজারের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় শোকের মাতম চলছে নিহতের গ্রামের বাড়িতে।
চলন্ত গাড়ির চাকা খুলে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রবাসীদের সূত্রে এ তথ্য জানা গেছে। তারা জানান, নিহতদের একজন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জাকের আলী (২২) এবং জুড়ি উপজেলার আব্দুল হান্নান (৩০)। তবে হান্নানের গ্রামের বাড়ি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নিহত জাকের আলীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। জাকেরের চাচাতো ভাই জসিম মিয়া জানান, জাকের দেড় বছর আগে সৌদি আরব যান। প্রবাসীদের মাধ্যমে তারা জানতে পেরেছেন ওই দুর্ঘটনায় জুড়ি উপজেলার আব্দুল হান্নান নামের আরেক প্রবাসী নিহত হয়েছেন। এই বাইরে আর কোনো তথ্য জানতে পারেননি।
পৃথিমপাশা ইউনিয়নের আলী বাকর খান জানান, আমি খবরটি শুনেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।