নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার,০৪ মার্চ ২০২০: নরসিংদীতে মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাসান (২২) পৌরশহরের ব্রাহ্মণপাড়ার রফিক মিয়ার ছেলে। বুধবার (০৪ মার্চ) সকালে ব্রাহ্মণপাড়ার থেকে গ্রেফতার করা হয় বলে জানান নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামান। তিনি জানান মুজিব বর্ষের অঙ্গীকার ,পুলিশ হবে জনতার এই অঙ্গিকার নিয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক( অপস), এস আই নাঈমুল মুস্তাক এবং ফোর্স সহ সঙ্গিয়ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।