সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ০৪ মার্চ ২০২০ :
"সুস্থ্য শরীর সুন্দর মন,গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ শ্লোগানে নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৪ মার্চ) সকালে কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল হোসেন খান, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ঘোড়াশাল পৌর কাউন্সিলর জুলহাস মিয়া, আলম খন্দকার, কবির হোসেন, শহিদুল ইসলাম রুমেল, কামরুল ইসলাম, কলেজের প্রভাষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।