সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ কাদির মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী পৌর এলাকার কুমারটেক গ্রামের বাচ্চুর মিয়ার (রেল বাচ্চু) পুত্র।
বুুধবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম ও এসআই আলামিন এর নেতৃত্বে একদল পুলিশ বাচ্চুর মিয়ার কুমারটেকের বাড়ির সামনের সড়কে অভিযান চালায়।এসময় ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তার পুত্র কাদির মিয়াকে আটক করে।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কাদির মিয়াকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।