মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
বুধবার-৪ই মার্চ ২০২০ : নরসিংদী সদর উপজেলা শিলমান্দী ইউনিয়নে বাগহাটা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বুধবার (৪ই মার্চ ২০২০) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীলমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান প্রধান, শীলমান্দী ইউনিয়ন ৪নং ওর্য়াডের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, মোঃ দৌলত হোসেন, জাকির হোসেন, রিনা বেগম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা ও এলাকার রাজনৈতিক, সামাজিক নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত অতিথিদের সামনে দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দরা।