স্টাফ রিপোর্টার। নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ০৬ মার্চ ২০২০:
নরসিংদীতে ইয়াবাসহ ১০ মামলার আসামী টাক্কু খলিল(৩৯)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে নরসিংদীর সদরের সোনাতলা এলাকা থেকে ১০০পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
সে সোনাতলা এলাকার মৃত. রফিক মুন্সীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার জানায়, নরসিংদীর সোনাতলা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী টাক্কু খলিলকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে ৪টা মাদক মামলা, ৫টা অন্যান্য, ১টা দস্যুতাসহ মোট ১০টা মামলা আছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে।