নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ০৬ মার্চ ২০২০:
নরসিংদীতে হোমিও পেশাজীবীর ৩য় বার্ষিক জেলা সম্মেলন ও বিজ্ঞান সেমিনার-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে নরসিংদী জেলা পরিষদের অডিটরিয়ামে হোমিও পেশাজীবী সমিতি নরসিংদী জেলা শাখার উদ্যোগে ৩য় বার্ষিক জেলা সম্মেলন ও বিজ্ঞান সেমিনার-২০২০ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।
এ সময় পুলিশ সুপার, নরসিংদী তার বক্তব্যে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, দূর্নীতিমুক্ত নিরাপদ বাসযোগ্য নরসিংদী গড়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া পুলিশ সুপার আরো বলেন পেশাগত দায়িত্ব পালনে হোমিও পেশাজীবী সমিতির সদস্যদের কোন অসুবিধা হলে সেক্ষেত্রে জেলা পুলিশের কাজ করার সুযোগ থাকলে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্বের সাথে তাদের সমস্যা সমাধানে চেষ্টা করবে বলে জানান। অনুষ্ঠানে হোমিও পেশাজীবী সমিতি (হোপেস) নরসিংদী জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ হোমিও পেশাজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।