মো: নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার, ৬ই মার্চ ২০২০: ভারতে উগ্রবাদী মোদী সরকারের নির্দেশে হিন্দুরা মসজিদ ও পবিত্র কুরআনে আগুন লাগানো ও মুসলমান হত্যার প্রতিবাদে নরসিংদী পাঁচদোনাতে মোদী বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) জুমার নামাজের পরে পাঁচদোনা মোড় জামে মসজিদের মুসল্লীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি পাঁচদোনা মোড় জামে মসজিদ থেকে বের হয়ে পাঁচদোনা বাজার হয়ে বিভিন্ন রাজপথ অতিক্রম করে শীলমান্দী এএইচবি সিএনজি ফিলিং স্টেশন হয়ে পাঁচদোনা মোড় চত্বরে এসে শেষ হয় । এতে পাঁচদোনা মোড় জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লী অংশগ্রহণ করে । এ সময় ‘মোদীর আগমন মানি না মানবো না এবং মোদীর দুই গালে, জুতা মারো তালে তালে’ মিছিলে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে ।
মিছিল শেষে পাঁচদোনা মোড় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে বক্তারা মসজিদ ও মুসলমানদের ওপর হামলা, ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপরাধে মোদী সরকারকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান ।