ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ৭ই মার্চ ২০২০ :
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনের এক মধ্য দুপুরে তৎকালীন রেসকোর্স ময়দানের লাখো মানুষের মঞ্চে আসেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মঞ্চেই উপস্থিত জনতা ও জাতির উদ্যেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন কোটি বাঙালির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিকেল ৩টা ২০ মিনিট পরে ১৯ মিনিটে রচিত হয় এক মহাকাব্য, যার ছন্দে স্বাধিকারের মন্ত্র, উদ্দীপ্ত করে মুক্তিকামী কোটি বাঙালিকে।
বঙ্গবন্ধুর সেই ভাষণে তৎকালীন শাসকগোষ্ঠীর প্রতি ছিল সুস্পষ্ট হুঁশিয়ারি। শামরিক আইন প্রত্যাহার, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো, শহীদদের জন্য ক্ষতিপূরণ কিংবা জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরসহ আরো সব দাবিই।
এ দেশের ইতিহাসে আর কোন রাজনৈতিক নেতার ভাষণের বক্তব্য এমনভাবে হৃদয় মনে গেথে নেই, যতটা জায়গাজুড়ে আছে ৭ই মার্চের ভাষণ। তার দরাজ কন্ঠে ফুটে উঠেছেিল বাঙালির ২৪ বছরের বঞ্চনার ইতিহাস, অতঃপর বাঙালির কি করা উচিত তার দিকনির্দেশনা সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায় তিনি তাদের উজ্জীবিত করেছেন দেশ প্রেমে। ভাষণটির তাৎপর্য এতো গভীর ও সুদূরপ্রসারী যে, এটিকে ঐতিহাসিক প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেস্কো। একই সঙ্গে এই কালজয়ী ভাষণটি ' মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টান্যাশনাল ' রেজিস্টারে সংরক্ষিত হয়েছে।
আজ এই দিনটি উপলক্ষে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে মহান এই নেতাকে।