নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন – শনিবার, ৭ই মার্চ ২০২০ : আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এ উপলক্ষে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকাল ৭টা ৮ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আজ (৭ মার্চ) ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। এসময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামীলীগের প্রধান হিসেবে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফের শ্রদ্ধা জানান তিনি। দ্বিতীয় পর্বে যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।