নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
শনিবার ০৭ মার্চ ২০২০:
নরসিংদী শিবপুরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (০৭ মার্চ) বিকেলে শিবপুর কারারচর এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: নরসিংদী সদরের বাসাইল এলাকার মৃত. জালাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম শফিক (৩৫) ও সাটিরপাড়া এলাকার মোঃ ইমনের স্ত্রী ও মৃত. আওয়াল সরদার মেয়ে মোছাঃ প্রিয়া (৩৮)।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপণ কুমার সরকার জানায়, নরসিংদীর শিবপুর কারারচর এলাকায়
ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ, নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। আসামী শফিকুলের বিরুদ্ধে ইতোপূর্বে ০৩(তিন) টা মাদক মামলা আছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।