নিজস্ব প্রতিনিধি | নরসিংদী প্রতিদিন-
শনিবার,০৭ মার্চ ২০২০:
প্রাচ্যের ম্যানচেস্টার-খ্যাত শিল্প শহর মাধবদী পৌরসভা কর্তৃক উন্নয়ন কাজ গুলো পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। শনিবার (৭মার্চ) এমজিএসপি প্রকল্পের কাজ গুলো ঘুরে ঘুরে দেখেন এ প্রতিনিধি দল।
আওয়ামী লীগ থেকে প্রথম মেয়র নির্বাচিত হয়ে মাধবদী পৌর শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তোলার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক। এরই ধারাবাহিকতায় মাধবদী পৌরসভা কর্তৃত চলমান বিশ্ব ব্যাংকের এমজিএসপি প্রকল্পের নির্মান কাজ গুলো দ্রুত এগিয়ে চলছে। পরিদর্শন কালে এসব কাজের ভূয়সী প্রশংসা করেন এ প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী বিশ্ব ব্যাংকের টাক্স টিম লিডার ড. কোভেনা আমানকায়ে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ব ব্যাংকের ইঞ্জিনিয়ার মো. সিহাব উদ্দিন, এমজিএসপি এলজিইডি ডিপিডি মো. মনজুর আলী, মাধবদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়,এমজিএসপি প্রকল্পের সহকারী পৌর প্রকৌশলী মো. মিজানুর রহমান, মাধবদী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ, মাধবদী পৌরসভার সার্ভেয়ার মো. ইমরুল কায়েস, পৌর কাউন্সিলর পরিমল ঘোষ, মো. হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, গৌতম ঘোষ, মহিলা কাউন্সিলর আমেনা বেগম, ফরিদা ইয়াসমিন, শাহানাজ আক্তার, মায়া রানী দেবনাথ সহ পৌর সভার কর্মকর্তা বৃন্দ।