মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন –
রবিবার-৮ই মার্চ ২০২০:
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২০ ইং উপলক্ষ্যে নরসিংদীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় মিলিত হয়।
বর্ণাঢ্য এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এতে নরসিংদীর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার সঞ্চলনায় আরো উপস্থিথ ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ।
আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষ্যে দেওয়া পৃথক বাণীতে নরসিংদীর জেলা প্রশাসক বলেন, “সেদিন দূরে নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়”।