নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
রবিবার ০৮ মার্চ ২০২০:
নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (০৮ মার্চ) সকালে নরসিংদীর পূর্ব দত্তপাড়া ও শিবপুরের সাধারচর এলাকা থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: পলাশের মাঝেরচর এলাকার মনির হোসেনের ছেলে সুজন মিয়া (২৩),চরনগরদীর মিলন মিয়ার ছেলে সাব্বির মিয়া (২০), আমিরুল ইসলামের ছেলে শাকিল সরকার (২৩), গাজীপুর কালীগঞ্জের দিঘুয়া এলাকার মোশারফ হোসেনের ছেলে মিঠুন আহম্মেদ বিজয় (৩৪) ও শিবপুরের উত্তর সাধারচর এলাকার সিরাজুল ইসলাম ছেলে টিপু মিয়া (২১)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানায়, শিবপুর উত্তর সাধারচর এলাকায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১শত ৫০পিস ইয়াবাসহ মিঠুন আহম্মেদ বিজয় ও টিপু মিয়াকে গ্রেফতার করেন।
এদিকে সদরের পূর্ব দত্তপাড়া পুরাতন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৮পিস ইয়াবাসহ সুজন মিয়া, সাব্বির মিয়া ও শাকিল সরকারকে গ্রেফতার করেন।
আসামী মিঠুন আহম্মেদ বিজয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানা ও নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।