সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ৮ মার্চ ২০২০ :
নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া -কাঞ্চনব্রিজ সড়ক সংলগ্ন কালাদী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৬০০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। রবিবার (৮ মার্চ) ২টা ৪০ মিনিটে র্যাব ১, সিপিসি ৩ পূর্বাচল ক্যাম্প রুপগঞ্জ, নারায়নগঞ্জ’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গাউছিয়া-কাঞ্চনব্রিজ সড়ক সংলগ্ন কালাদী গ্রামে অবস্থিত মেসার্স এফ হক ফিলিং স্টেশন এর সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ১) মোঃ সুমন (৩০), পিতা- মোঃ বেলায়েত হোসেন, সাং- ওয়াপদা শিকারী বাড়ি, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, এ/পি- আলীনগর খালপাড় রোড (অটোস্ট্যান্ড মোড়), থানা- কামরাঙ্গীরচর, জেলা- ঢাকা ও ২) মোঃ জীবন মিয়া (২৮), পিতা- মৃত আব্দুল হালিম, সাং- কুনিকারা, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া, এ/পি- কোম্পানী ঘাট রোড সংলগ্ন কাজীবাড়ির ভাড়াটিয়া, থানা- কামরাঙ্গীরচর, জেলা- ঢাকা। এ সময় তাদের কাছ থেকে ৯,৬০০ পিস অ্যামফিটামিন জাতীয় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ও নগদ ৭ হাজার টাকা, ০১ টি মোবাইল সেট ও ০১টি সিমকার্ডসহ হাতেনাতে আটক করা হয়।
র্যাব ১ কোম্পানী কমান্ডার (সিপিসি -৩) এর মেজর আব্দুল্লাহ আল মেহেদী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটকৃকৃত দুই মাদক ব্যবসায়ীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় বেশকিছু দিন যাবৎ উভয়ে পরস্পর যোগসাজসে কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেটের চালান সংগ্রহপূর্বক রাজধানীসহ নারায়নগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় গোপনে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য মোট ২৮,৮০,০০০/- (আটাশ লাখ আশি হাজার) টাকা। আটককৃত ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো জানান, মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। মাদকাসক্তির প্রধান শিকার তরুন এবং যুব সমাজ। যে যুব সমাজ দেশ ও জাতির আগামী দিনের চালিকা শক্তি, তাদের একটি অংশ মাদকাসক্তির কবলে পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত তরুনরা কর্মশক্তি, মেধা ও সৃজনশীলতা হারিয়ে নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শ হতে বিচ্যূত হয় যা দেশ ও জাতির জন্য বয়ে আনে অপূরণীয় ক্ষতি। মাদকাসক্তির এই অভিশাপ আজকের তরুন প্রজন্মকে এক অনিবার্য বিপর্যয়ের দিকে ধাবিত করছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এই পর্যন্ত বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে র্যাব সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।