নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
রবিবার ০৮ মার্চ ২০২০:
নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানার পুলিশ। শনিবার (০৭ মার্চ) রাতে বাসাইল ও ব্রাহ্মন্দী এলাকা থেকে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: রহিম গাজীর বাড়ীর ভারাটিয়া বাসাইল এলাকার বাচ্চু মিয়ার ছেলে রুবেল মিয়া (২৯), রমজান মোল্লার ভাড়ীর ভাড়াটিয়া কুমিল্লা তিতাস এর জগৎপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রনি (৩০), শানুর বাড়ীর ভাড়াটিয়া চিনিশপুর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে সজিব (২৬) ও রায়পুরা করিমগঞ্জ এলাকার মোজাম্মেল হকের ছেলে নাজমুল মৃধা (২১)।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামান জানায়, নরসিংদী শহরের বাসাইল এলাকায় মডেল থানার উপ-পরিদর্শক মো. শাহীন অভিযান চালিয়ে রুবেল মিয়া, রনি ও সজিবকে ৩২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এদিকে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় মডেল থানার উপ-পরিদর্শক এম নঈমুল ইসলাম মোস্তাক অভিযান চালিয়ে নাজমুল মৃধাকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পেরণ করা হয়েছে।