শেখ মানিক | নরসিংদী প্রতিদিন –
রবিবার, ৮ মার্চ ২০২০ :
নরসিংদীর শিবপুরের গরু বাজারে ৮ মার্চ রবিবার বিকেলে রোরাল মডেল মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। ভিত্তি প্রস্তর স্হাপন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। শিবপুর বাজার কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলু মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাদল মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান।