নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
সোমবার ০৯ মার্চ ২০২০:
নরসিংদীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (০৯ মার্চ) বিকেলে রায়পুরার জঙ্গী শিবপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: রায়পুরার জঙ্গী শিবপুর এলাকার মৃত. লায়েছ আলীর ছেলে কালা মিয়া (৪৫) ও ব্রাহ্মনেরটেক এলাকার রফিকুল ইসলামের ছেলে নাঈম মিয়া (২২)।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানায়, রায়পুরার জঙ্গী শিবপুর এলাকায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কালা মিয়া ও নাঈম মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা প্রস্তুতি চলছে।