খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন –
সোমবার,৯ মার্চ ২০২০:
আনন্দঘন পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের আয়োজনে ‘চড়ুইভাতি’ নামে সাংবাদিকদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ই মার্চ) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সুবর্ণগ্রামে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম, নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহ আলম মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল প্রমুখ । পারিবারিক এই মিলনমেলায় নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকদের পরিবারবর্গসহ পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও মাধবদী থানা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দিনব্যাপী আড্ডা, স্পিডবোট রাইডিং, খাওয়াদাওয়াসহ সঙ্গীতানুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ক্লাবের সদস্য ও পরিবারের মাঝে উপহার ও র্যাফেল ড্র পুরস্কার তুলে দেন নরসিংদী চেম্বার অব ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ও উপস্থিত অতিথিবৃন্দ।