নিজস্ব প্রতিবেদক| নরসিংদী প্রতিদিন-
সোমবার ০৯ মার্চ ২০২০:
নরসিংদী পলাশে অটোরিক্সা ছিনতাই চক্রের অন্যতম সদস্য রানাকে গ্রেফতার করেছে পলাশ থানার পুলিশ। রবিবার (৮ মার্চ) বিকেলে চরসিন্দুর সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১টি অটোরিক্সা উদ্ধার করে। সে কাপাসিয়ার তরগাও এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
পলাশ থানার অফিসার ইনচার্জ শেখ মো. নাসির উদ্দিন জানায়, রানা অটোরিক্সা ছিনতাই চক্রের অন্যতম সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চরসিন্দুরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে রানাকে গ্রেফতার করে। ছিনতাইকৃত ১টি অটোরিক্সা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার রানাকে আদালতে পেরণ করা হয়েছে।