মো: নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন –
সোমবার,৯ মার্চ ২০২০: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো) এর উদ্যোগে “আন্তর্জাতিক নারী দিবস -২০২০” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ৯ মার্চ রাজধানীর বনানীতে গ্যালেসিয়া হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে তামান্না নুসরাত (বুবলী) এমপি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন স্টক পোর্টের মেয়র লুরা বুথ,বেসিসের জ্যেষ্ঠ সভাপতি ফারহানা, নারীর ক্ষমতায়ন প্রকল্পের উপ-পরিচালক ভেনিসা রড্রিক্স,বিটিআরসি তানজারা প্রমূখ।
বাক্কো এর সভাপতি ওয়াহিদ শরীফ এর সঞ্চালনায় আয়োজনকে সফল করতে এবং উপস্থিত সকলকে অনুপ্রাণিত করতে বক্তব্য রাখেন অতিথিবৃন্দরা।