সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১১ মার্চ ২০২০ :
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিতকরণ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান আকন্দ এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সচেতনতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও আরএসএল আবুল খায়ের সরকার এর নেতৃত্বে নরসিংদী সরকারি কলেজ, আশেপাশের দোকানপাঠ ও নরসিংদী রেলওয়ে স্টেশনে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন নরসিংদী সরকারি কলেজের রোভাররা।
এসময় নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট সদস্য অর্পণ চৌধুরী বলেন করোনা ভাইরাসে আতংকিত না হয়ে পরিচ্ছন্ন থাকার মাধ্যমে এটি প্রতিরোধ করতে হবে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সারাদেশে রোভাররা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকে কার্যক্রম।