মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন –
বুধবার -১১ই মার্চ ২০২০: নরসিংদীতে হেল্পফুল হিউম্যানেটি সংগঠনের উদ্যোগে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং মাদক বিরোধী কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ই মার্চ) সকাল ১১টায় সদর উপজেলা হাজীপুর নাসিরুদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হয় । এসময় স্কুলের সকলকে নিয়ে বাল্য বিবাহ, নারী শিশু নির্যাতন ও মাদক বিরোধী সহ সমাজের ক্ষতিকর দিকগুলো থেকে বিরত থাকার জন্য শপথ পাঠ করানো হয় । হেল্পফুল হিউম্যানেটি মানবতার কল্যানে এবং নরসিংদী জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়ার লক্ষ্যে কাজ করে যাবে,এরই ধারাবাহিকতায় নরসিংদী জেলায় সর্বপ্রথম উক্ত ক্যাম্পিন করে । অনুষ্ঠানে হাজীপুর নাসিরুদ্দিন মেমোরিয়াল হাই স্কুলে প্রধান শিক্ষক তাপস কুমার ঢালী সহ শিক্ষক- শিক্ষিকা বৃন্দ ও হেল্পফুল হিউম্যানেটি সংগঠনের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।