নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বুধবার-১১ই মার্চ ২০২০: করোনা ভাইরাসকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করার অভিযোগ পেয়ে ক্রেতা সেজে বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে সত্যতা খুঁজে পান নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই সময়ে তারা হাতেনাতে কয়েকটি দোকানে অতিরিক্ত দোকানে মাস্ক বিক্রি করতে দেখেন । ওই সময়ে ১জনকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৮ ফার্মেসীকে ১লাখ ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন ফার্মেসীকে মুচলেকার মাধ্যমে সতর্ক করা হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, আবদুল মতিন ও নাছরীন আক্তার যৌথ ভাবে ওই অভিযান পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন ।