মো. আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১১ মার্চ ২০২০ : নরসিংদীর রায়পুরায় আজ বুধবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিসের আয়োজনে উপজেলা হলরুমে মুজিবর্ষ উপলক্ষে মৎস্য অধিদপ্তরাধীন এনএটিপি-২ প্রকল্পের সিআইজি সদস্যদের মধ্যে জাল বিতরণ করা হয়েছে। উপজেলার ১৭টি ইউনিয়নের ৩৪টি মৎস্যজীবি সমিতির প্রতি ২০ জন সদস্যের একটি গ্রুপের মাঝে ৩’শ ফিট করে জাল বিতরণ করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তর উপ-পরিচালক সৈয়দ মো. আলমগীম, নরসিংদী জেলা মৎস্য অফিসার বেলাল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাবিব ফরহাদ আলম প্রমুখ।
ওই সময় বক্তারা বলে, দেশের প্রাণিজ আমিষের শতকরা ৫৮ ভাগ চাহিদার জোগান দিচ্ছে মৎস্য খাত। উপজেলায় একটি মৎস্য অভয়আশ্রম আছে এবং বিভিন্ন সময় জলাধারে পোলা অবমুক্ত করা হয়েছে।