নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন –
বুধবার, ১১ মার্চ ২০২০ : রাজধানীর রুপনগরের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বস্তির আরামবাগ অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় কয়েকশ টিনের তৈরি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বস্তি এখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিনত হয়েছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের প্রাথমিকভাবে জানান বৈদ্যুতিক সর্টশার্কিটের কারণে এই আগুনের ঘটনা ঘটতে পারে। পরবর্তীতে তারা গণমাধ্যম কর্মীদের আবারো বিস্তারিত জানাবেন কি কারণে আসলে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের পর স্থানীয় সাংসদ ইলিয়াস মোল্লা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থদের তাদেরকে আগামী দুই একদিনের খাবারের ব্যবস্থা করবেন বলে জানান। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।