খন্দকার শাহিন | নরসিংদী প্রতিনিধি-
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০: করোনাভাইরাস নিয়ে জনগনকে সচেতন করতে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম এর নেতৃত্বে জনসচেতনতামূলক কর্মসুচী অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে মাধবদী বাসস্ট্যান্ডে জনসাধারণ ও বাসের যাত্রিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ লিফলেট বিতরণে অংশনেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান ও থানার ওসি তদন্ত সাফায়েত হোসেন পলাশ সহ আরো অনেকে।
এর আগে একইদিন সকালে নরসিংদী সাহেবপ্রতাবস্থ পুলিশ লাইনসে্র মিলনায়তনে করোনা ভাইরাসের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও নরসিংদী নতুন বাসস্ট্যান্ড, পৌরসভা মোড়, শিবপুর বাসস্ট্যান্ড সহ উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নরসিংদী জেলা পুলিশ।