নিজস্ব প্রতিবেদক। নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২০:
নরসিংদীর মনোহরদীতে বাঘিবাড়ি মাহমুদা মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইমন আলম। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্য্যালয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভায় সবার সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য ইমন আলমকে সভাপতি নির্বাচিত করা হয়।
মনোহরদী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘিবাড়ি মাহমুদা মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আল এমরান ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুজিবুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শিউলী আক্তার, নেয়ামত উল্লাহ মোল্লা, ইসমাইল হোসেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি কিরণ মিয়া, আসাদুজ্জামান, মাহমুদুল হাসান স্বপন, মনোরঞ্জন চক্রবর্তী, ফেরদৌসি আক্তারসহ প্রমুখ
নবনির্বাচিত সভাপতি ইমন আলম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। আমি সর্বোচ্চ চেষ্টা করব বর্তমানে সরকারের শিক্ষা বান্ধব নীতিকে বাস্তবায়ন করার জন্য। বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায়, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা আরোও বৃদ্ধি সহ শতভাগ পাসের হারের নিশ্চিত করার জন্য কাজ করে যাবো । শিক্ষাখাতে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নের জন্য কাজ করে যাব ।